হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: শাপলা চত্বরে হামলার ঘটনা জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধানের দাবি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার সন্ধ্যায় বৈঠকটি হয়। ছবি: পিআইডি

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকে ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলার ঘটনা জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধানের দাবি করেছেন নেতারা।

আজ শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে হেফাজতের নেতারা এ দাবি করেন বলে প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

এ ছাড়া ফ‍্যাসিবাদী শাসনামলে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও আলেম-উলামাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের পক্ষে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে ছিলেন মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাও. আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ ও মুফতি কেফায়েতুল্লাহ আজহারী।

আযাদ, জারাসহ প্রার্থিতা ফিরে পেলেন যাঁরা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করিম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দু-এক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জমিয়ত নেতারা

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের

গুলশানে নির্বাচনী কার্যালয় খুলল বিএনপি

বিএনপির কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার, তারেক রহমানের সঙ্গে বৈঠক

সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: রুহুল আমিন হাওলাদার