হোম > রাজনীতি

নির্বাচন পেছাতে উঠেপড়ে লেগেছে ‘আলবদর বাহিনী’: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে আজ শুক্রবার আয়োজিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদ নির্বাচন পেছানোর জন্য ‘আলবদর বাহিনী’ উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, আগামি ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় রয়েছে সারা দেশের মানুষ। সংস্কারের নামে নির্বাচন পেছানো যাবে না।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পল্লবী থানার মিরপুর-১২-এর বাসস্ট্যান্ডে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি ওই সমাবেশের আয়োজন করে।

আমিনুল হক বলেন, ‘যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তারাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়। নির্বাচন ছাড়া তারা সংসদে যেতে চায়। আমরা বলতে চাই, জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে জনগণের কথামতো দেশ চলবে।

‘জনগণের বাইরে গিয়ে ভিন্ন মতামতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। এটা করে জনগণকে বোকা বানানো যাবে না। দেশের মাটিতে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা করলে তা মোকাবিলা করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে ছাড়ব। সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতে দেওয়া হবে না।’

আমিনুল আরও বলেন, কেউ চাঁদাবাজি করলে কাউকেই ছাড় দেবেন না তারেক রহমান। সবারই বিচার করা হবে। নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম যেন না হয়, সেদিকে জাতীয়তাবাদী দল সজাগ আছে এবং থাকবে।

এ সময় তিনি পুরান ঢাকায় মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে যুবদল কর্মী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যার বিচারের দাবি জানান।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, উপদেষ্টা পরিষদের সদস্য ড. মাহাদী আমিন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

এনআইডি পেতে অনলাইনে ফরম পূরণ করেছেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবরে তারেক রহমান

ওসমান হাদির পাশাপাশি কাজী নজরুলের কবর জিয়ারত করবেন তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান