হোম > রাজনীতি

কোন গণতন্ত্র চালাবে আওয়ামী লীগ, জানতে চান মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আমাদের গণতন্ত্র আমরাই চালাব’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাদেরের বক্তব্য নিয়ে ক্ষমতাসীনদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কোন গণতন্ত্র? সেই মুজিববাদের গণতন্ত্র? বাকশালী গণতন্ত্র, একদলীয় শাসনব্যবস্থার গণতন্ত্র? এ দেশের মানুষ তা হতে দেবে না।’ 

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। উনসত্তরের গণ-অভ্যুত্থানের শহীদ আসাদের শাহাদাতবার্ষিকীতে শহীদ আসাদ পরিষদ এই সভার আয়োজন করে। 

সম্প্রতি এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র নষ্টকারী বিএনপির মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। আমাদের গণতন্ত্র আমরাই চালাব। বিদেশি কারও ফরমায়েশে চলবে না।’ 

চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে। আমরা বিশ্বাস করি, এই আন্দোলনে আমরা জয়ী হব।’ 

মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনের নিজস্ব ধারা আছে। ইতিমধ্যে আন্দোলন একটা গতি পেয়েছে। মানুষ সংগ্রামে নেমেছে। রাজনৈতিক দলগুলো এক হয়েছে। জনগণই আমাদের পথ বাতলে দেবে। বৃহত্তর জাতীয় ঐক্য তৈরি করে সরকারকে পরাজিত করতে হবে।’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান