হোম > রাজনীতি

আ. লীগ ছেড়ে জাপায় যোগ দিলেন পীরগাছার সাবেক ইউপি চেয়ারম্যান

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় আওয়ামী লীগ ছেড়ে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ খাঁন। গতকাল রোববার সন্ধ্যায় দেউতি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত পারুল ইউনিয়ন জাতীয় পার্টির বর্ধিত সভায় রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে লাঙল প্রতীকের ফুল দিয়ে সহস্রাধিক কর্মী ও সমর্থক নিয়ে যোগদান করেন তিনি। 

জানা গেছে, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ খাঁন পর পর তিন বার পারুল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন তিনি। শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন আজাদ খাঁন। গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে গতকাল সন্ধ্যায় সহস্রাধিক কর্মী ও সমর্থক নিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাঁকে ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ও আশরাফ মিয়াকে সদস্যসচিব হিসেবে ঘোষণা দেন জেলা জাতীয় পাটির নেতৃবৃন্দ। 

আওয়ামী লীগ ছেড়ে আবুল কালাম আজাদ খাঁনের জাতীয় পার্টিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। 

ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মন্তাজ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন-রংপুর জেলা জাতীয় পাটির আহ্বায়ক আবুল মাসুদ চৌধুরী নান্টু, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, সদ্য যোগদানকৃত জাপা নেতা আবুল কালাম আজাদ খাঁন, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক ইসমাইল হোসেন সাদ্দাম প্রমুখ।

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা