হোম > রাজনীতি

রাজনীতিতে মানবিকতা প্রতিষ্ঠার আহ্বান মান্নার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনীতি থেকে হৃদয়হীনতা, হিংসা ও সন্ত্রাস দূর করে মানবিকতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘২৮ অক্টোবর রাজনীতিতে হৃদয়হীনতা এবং বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘একটা সময় মিছিলে লগি-বইঠা নিয়ে এসে পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছে। আর এখন মিছিলে লাঠির মাথায় পতাকা বেঁধে নিয়ে আসা হচ্ছে। এগুলো ভালো লক্ষণ না।’ এর অবসান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। 

সম্প্রতি সরকারবিরোধী আন্দোলনে মিছিলে যাওয়ার কারণে চারজনকে হত্যার পর সরকার মিথ্যা বলেছে বলেও উল্লেখ করে এর নিন্দা জানান মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে সরকার যে তথ্য দিচ্ছে, তার অনেকটাই মিথ্যা। সরকার এত দিন বলেছে, ৪৩ বিলিয়ন ডলার রিজার্ভ আছে, এখন দেখা যাচ্ছে রিজার্ভ আছে ২৭ বিলিয়ন ডলার।’ 

সরকারবিরোধীদের সমাবেশে না আসতে বাস, লঞ্চ এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে দাবি করে মান্না বলেন, এর পরও মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে না।’ 

সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে রাশিয়ান জার সম্রাটের ক্ষমতার সমান উল্লেখ করে তা কমানোর আহ্বানও জানান মান্না। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা মিয়া বলেন, ‘এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটা ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেব না।’ ১০ ডিসেম্বর বিএনপি ফরিদপুরে সমাবেশ করবে বলেও জানান শাহজাদা মিয়া। 

ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এম নাজমুল হাসান, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যরা। 

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা