নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৯ জুন রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এদিন বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন।
এ ছাড়া একই দাবিতে মহানগর ও জেলা পর্যায়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। আগামী ১ জুলাই মহানগরে এবং ৩ জুলাই জেলা পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে এসব কর্মসূচি ঠিক করতে যৌথ সভায় বসেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।