আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার কারাগারে ফেরত পাঠানোর কোনো চিন্তা করছে না সরকার। এমনটিই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর চিন্তা আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় তার দণ্ডাদেশ স্থগিত রেখে শর্তযুক্তভাবে মুক্তি দেওয়া হয়েছে। তার পরিবর্তন আনার কোনো চিন্তাভাবনা সরকার করছে না।’