হোম > রাজনীতি

মোমেনের আসন থেকে সরে দাঁড়ালেন সিরাজ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শারীরিক অসুস্থতা পারিবারিক কারণ দেখিয়ে সিলেট-১ আসন থেকে নিজের স্বতন্ত্র হিসেবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। আজ রোববার বিকেল ৪টা পর্যন্ত তিনসহ ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। 

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। তিনি জানান, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে আজ (রোববার) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন মিসবাহ উদ্দিন সিরাজ। 

এ সময় মিসবাহের স্ত্রী ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। 

তবে জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রত্যাহারপত্র জমাদানকালে সাংবাদিকদের জানান, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন দাখিল করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি। 

মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ ও ৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু কোনো আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। 

ওই আসন থেকে দলীয় মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। মিসবাহ সিরাজ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ধারণা করা হচ্ছিল ড. মোমেন ও মিসবাহ সিরাজের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু মিসবাহ সিরাজ সরে দাঁড়ানোতে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থানে রয়েছেন ড. মোমেন। 

মনোনয়ন প্রত্যাহার করা অন্যান্য প্রার্থীদের মধ্যে জাকের পার্টির তিনজন, তৃণমূল বিএনপির একজন ও দুজন স্বতন্ত্র প্রার্থী।

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া