হোম > রাজনীতি

শেখ হাসিনার জন্য ভারত অস্থির হয়ে গেছে: রিজভী

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে তারা (ভারত) ক্রমাগতভাবে অপপ্রচার, মিথ্যাচার, অপতথ্য দিয়ে কলঙ্কলেপন করে যাচ্ছে। পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না। তারা (ভারত) শেখ হাসিনার জন্য অস্থির হয়ে গেছে।’

বৃহস্পতিবার রাজধানীর মধ্যবাড্ডায় বাড্ডা-রামপুরা-বনশ্রীতে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ নামক একটি সংগঠন এই আয়োজন করে।

অনুষ্ঠানে রিজভী বলেন, ‘এ দেশের তরুণ ছাত্র-জনতার এই আত্মদানের ঢেউ যেন গোটা বিশ্বজনতাকে একধরনের চমক দিয়েছে। অথচ পাশের দেশ অপতথ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে। কোথায় অত্যাচার হচ্ছে? অত্যাচার তো করছেন আপনারা। দিল্লিতে জুমার নামাজ আদায়ের সময় পুলিশ দিয়ে মুসল্লিদের আঘাত করা হয়েছে। তাঁদের লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে।’

ভারতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আপনারা এত অস্থির কেন? আপনারা বাংলাদেশের বিষয়ে কেন যেন এলোমেলো কথা বলছেন। কারণ আপনারা কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেননি। আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখতেন, বাংলাদেশের স্বার্থ তিনি দেখতেন না। কারণ শেখ হাসিনা জানতেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলে তিনি কোনোদিনও জিততে পারবেন না। সে কারণে শেখ হাসিনা সব সময় দিল্লির একটা শেল্টার চেয়েছেন। দিল্লির একটা আশ্রয় চেয়েছেন।’

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা নিয়ে আসতে হবে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেটি আটকে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছেন। মিডনাইট নির্বাচন করেছেন, ভোটারশূন্য নির্বাচন করেছেন। সেটি যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকে লক্ষ্য রেখেই সামনের দিনে যা কিছু করার দরকার, সেটা আপনাদের করতে হবে।’

পেশা ও টক শো থেকে ফুয়াদের আয় ৭ লাখ

রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদি হত্যাকাণ্ড

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে রিট

নির্বাচনের পর দেশের উন্নয়ন নিয়ে বিএনপির ভাবনা কী, জানতে চেয়েছে ইইউ: নজরুল ইসলাম খান

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ইইউ রাষ্ট্রদূত

আমেরিকায় ডাক্তার-ইঞ্জিনিয়ারও ট্যাক্সি চালান, বাংলাদেশেও এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে: রিজভী

ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

চলছে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ