হোম > রাজনীতি

কেউ ভোট ঠেকানোর চিন্তা করলে খাট-বালিশ থাকবে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘কেউ যদি চিন্তা করে ভোটকেন্দ্রে ভোট দিতে দেবে না। আমি বলব, আমার এলাকায় কেউ ভুলেও এই চিন্তা করবেন না। নাশকতার চিন্তা করলে তাদের বাড়ির খাট-বালিশ থাকবে না।’ 

আজ শনিবার বিকেলে ফতুল্লার তল্লা এলাকায় নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

নির্বাচন বানচালের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘তবে আমি মনে করি নির্বাচন তারা ঠেকাতে পারবে না। সারা দেশে আনন্দঘন পরিবেশে ভোট হবে। নির্বাচন কমিশন তাদের বিষয়টি দেখবে। মানুষ নাশকতা মেনে নেয় না। ট্রেনে আগুন দেওয়ার ঘটনা মানুষ স্বাভাবিকভাবে নিতে পারেনি। মানুষ যদি খেপে যায় তাহলে বিএনপির জন্য ভয়াবহ হবে।’ 

বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘বিএনপিকে একসময় আমি রাজনৈতিক দল ভাবতাম। এখন ওদের কোনো দল মনে করি না। বিএনপি গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যখন দেখছি একজন পুলিশকে হত্যা করা হয়েছে, ছাত্রদলের সাবেক সেক্রেটারি হেলমেট খুলে চাপাতি দিয়ে কোপাচ্ছে। এক মা ও তার সন্তান দুজন আগুনে পুড়ে মারা গেল। এরপর আর মেনে নেওয়া যায় না। এদের এখন সন্ত্রাসী সংগঠন বলা যেতে পারে।’

তিনি বলেন, ‘বিএনপির ছেলেদের জন্য আমার মায়া হয়। আমার এলাকায় বিএনপির অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছে। তাদেরকে লন্ডন থেকে তারেক রহমান বলছে, গাড়িতে আগুন দিয়ে ভিডিও পাঠাতে। এসব ভিডিও আবার আমার কাছেও চলে আসে। প্রশাসন ভিডিও পেয়ে যাচ্ছে। এসব মামলায় যখন তাদের শাস্তি হবে, তখন পরিবার কাঁদবে।’ 

বিএনপির ডাকে কেউ সাড়া দেবে না জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমার মনে হয় না সন্ত্রাসীদের ডাকে সাধারণ মানুষ সাড়া দেবে। সবাই তাদের কার্যক্রম জেনে গেছে। পৃথিবীর বড় পরাশক্তিগুলো চাচ্ছে বাংলাদেশকে ভিন্ন একটি দিকে নিয়ে যেতে। বিএনপি তাদের হয়ে কাজ করছে। তারা ভাবছে পরাশক্তিরা তাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে।’

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি