হোম > রাজনীতি

ছাত্রলীগের বাধায় গণ অধিকার পরিষদের কর্মসূচি সীমিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভা শেষে আজ শনিবার এক র‍্যালির আয়োজন করে গণ অধিকার পরিষদ। তবে ছাত্রলীগের বাধায় বেশিদূর এগোতে পারেনি র‍্যালি। গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূরের নেতৃত্বে র‍্যালিটি বিজয়নগর পানির ট্যাংকির সামনে পৌঁছালে বাঁধা দেয় পল্টন থানা ছাত্রলীগ।

পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষ দুদিকে অবস্থান নেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। 

র‍্যালি পরবর্তী সমাবেশে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমরা র‍্যালির আয়োজন করেছিলাম। র‍্যালিতে হামলার চেষ্টা সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। শেষ নিশ্বাস পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’ 

নুরুল হক নূর আরও বলেন, ‘জনগণের মুক্তির জন্য লড়াই ব্যতীত আর কোনো পথ খোলা নাই। কাজেই জনগণকে সংগঠিত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যেদিন ঐক্যবদ্ধ গণ প্রতিরোধ গড়ে তোলা যাবে সেদিন গণতন্ত্র মুক্তি পাবে।’ 

গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক আহমেদ ইসমাইল বন্ধন আজকের পত্রিকাকে বলেন, ‘মানবাধিকারের মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা শান্তিপূর্ণ র‍্যালি বের করেছিলাম। কিন্তু আমরা পানির ট্যাংকির সামনে যাওয়া মাত্র সরকারের গুন্ডাবাহিনী আমাদের মিছিলে বাঁধা দেয়। শান্তির প্রত্যাশায় সংঘাত পরিহার করতে আমরা আমাদের কর্মসূচি শেষ করতে বাধ্য হয়েছি।’

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন—গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান, বিপ্লব কুমার সরদার প্রমুখ। 

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

অবশেষে মায়ের শয্যাপাশে ছেলে

ভোটের পথে মিলতে যাচ্ছে জামায়াত ও এনসিপি

সবাই মিলে গড়ব দেশ—দেশে ফিরে প্রত্যয়ী তারেক রহমান

জুমার পর বাবার কবর জিয়ারত করে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ৯ জানুয়ারি

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম