আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভা শেষে আজ শনিবার এক র্যালির আয়োজন করে গণ অধিকার পরিষদ। তবে ছাত্রলীগের বাধায় বেশিদূর এগোতে পারেনি র্যালি। গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূরের নেতৃত্বে র্যালিটি বিজয়নগর পানির ট্যাংকির সামনে পৌঁছালে বাঁধা দেয় পল্টন থানা ছাত্রলীগ।
পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষ দুদিকে অবস্থান নেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ।
র্যালি পরবর্তী সমাবেশে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমরা র্যালির আয়োজন করেছিলাম। র্যালিতে হামলার চেষ্টা সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। শেষ নিশ্বাস পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’
গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক আহমেদ ইসমাইল বন্ধন আজকের পত্রিকাকে বলেন, ‘মানবাধিকারের মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা শান্তিপূর্ণ র্যালি বের করেছিলাম। কিন্তু আমরা পানির ট্যাংকির সামনে যাওয়া মাত্র সরকারের গুন্ডাবাহিনী আমাদের মিছিলে বাঁধা দেয়। শান্তির প্রত্যাশায় সংঘাত পরিহার করতে আমরা আমাদের কর্মসূচি শেষ করতে বাধ্য হয়েছি।’
র্যালিতে আরও উপস্থিত ছিলেন—গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান, বিপ্লব কুমার সরদার প্রমুখ।