হোম > রাজনীতি

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক হতে পারে লন্ডনে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আজ সোমবার যুক্তরাজ্যে উদ্দেশে দেশ ছেড়েছেন। লন্ডনে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তাঁর সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তাঁর বৈঠকের জোরালো সম্ভাবনা আছে।

ঢাকা থেকে যোগাযোগ করা হলে লন্ডনের একটি সূত্র আজকের পত্রিকাকে জানায়, তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। বৈঠকটি হতে পারে।

বিএনপি নেতার সঙ্গে বৈঠকের দিনক্ষণ ও স্থানের বিষয়ে সূত্রটি জানায়, আগামী ১৩ জুন সকাল ১০টার দিকে বৈঠকটি হতে পারে। তবে স্থান চূড়ান্ত হয়নি। নিরাপত্তাজনিত কারণে প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে অবস্থান করবেন, সেখানে অথবা তৃতীয় কোনো স্থানে এ বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা আছে।

আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মুহাম্মদ ইউনূস। অন্যদিকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে এ নির্বাচন করার দাবিতে অনড় রয়েছে।

এমন প্রেক্ষাপটে দলটির শীর্ষনেতার সঙ্গে প্রধান উপদেষ্টার এ বৈঠকের বেশ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলটির কয়েক নেতা।

এবারের সফরে রাজা চার্লস মুহাম্মদ ইউনূসকে ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ দেবেন। আগামী বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া করা হবে।

মুহাম্মদ ইউনূসের আগামী ১৩ জুন দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান