হোম > রাজনীতি

খালেদা জিয়া ফের সিসিইউতে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

৮ জুলাই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ভর্তির পরে তাঁকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে সিসিইউয়ের সুযোগ-সুবিধা সংবলিত কেবিনে রেখে চিকিৎসা করা হয়। সেখান থেকে আবারও সিসিইউতে নেওয়া হলো।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। দিন দিন শারীরিক জটিলতা বাড়ছে। চিকিৎসকেরা বলছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। কোনো প্যারামিটারেই উন্নতি নেই। লিভার, হার্ট, কিডনির জটিলতা বেড়েছে।

এর আগে গত ২২ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া একই হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার