হোম > রাজনীতি

খালেদা জিয়া ফের সিসিইউতে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

৮ জুলাই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ভর্তির পরে তাঁকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে সিসিইউয়ের সুযোগ-সুবিধা সংবলিত কেবিনে রেখে চিকিৎসা করা হয়। সেখান থেকে আবারও সিসিইউতে নেওয়া হলো।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। দিন দিন শারীরিক জটিলতা বাড়ছে। চিকিৎসকেরা বলছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। কোনো প্যারামিটারেই উন্নতি নেই। লিভার, হার্ট, কিডনির জটিলতা বেড়েছে।

এর আগে গত ২২ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া একই হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস