বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের উপ-দপ্তর সম্পাদক আকতারুল করিম রুবেলকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তিনি নিজেকে সোহরাওয়ার্দী উদ্যানের রাজা নামে পরিচয় দিতেন।
আজ বুধবার বিকেলে সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় আকতারুল করিম রুবেলকে (উপ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা হল, ঢাকা বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, গত ২৬ জুলাই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের এক ওয়ার্ড বয়ের কাছে চাঁদা দাবি করে রুবেল। চাঁদা না দেওয়ায় মারধর করে। পরবর্তীতে ওয়ার্ড বয়ের সহকর্মীদের সহযোগিতায় পুলিশ হেফাজতে নিয়ে যায় শাহবাগ থানা। ভুক্তভোগীর মামলা দায়েরের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।