হোম > রাজনীতি

ব্যাংক লুটেরাদের কারণে আমাদের কথা শুনতে হয়: সংসদে শেখ তন্ময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাগেরহাট-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, ‘দুর্নীতির অংশীদার আমরা আওয়ামী লীগ সরকার হতে পারব না। ব্যাংক লুটপাটের দায় আমরা নিতে পারব না। এটা আমাদের নেওয়া সম্ভব নয়। এই ব্যাংক লুটেরাদের কারণে আমাদের মাঝে মাঝে কথা শুনতে হয়। এ কথা আমরা শুনতে রাজি নই। দায়িত্বপ্রাপ্তদের প্রতি অনুরোধ করব, এ ব্যাপারে যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’ 

আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

স্বাধীনতাবিরোধী শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করেছিল বলে দাবি করে শেখ তন্ময় বলেন, ‘শেখ হাসিনা সব ষড়যন্ত্র উপেক্ষা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছেন। এখানে স্বতন্ত্র নির্বাচিত হয়েছে। নির্বাচনের আগে যারা চাপ দিচ্ছিল। নির্বাচনের পরে তাদের কোনো কথা বলার সুযোগ নেই।’ তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। সরকারে যারা দায়িত্ব পালন করছেন, আশা করি তাঁরা জিনিসপত্রের দাম কমিয়ে আনবেন।’ 

বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কারিগরদের খুঁজে বের করতে কমিশন গঠনের দাবি জানিয়ে শেখ তন্ময় বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পেছনে অনেকে খেলেছেন। আমরা দাবি করছি, জাতির পিতার হত্যার সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, পেছনে এবং সামনে—সবাইকে জাতির সামনে আমরা পরিচিত করিয়ে দিতে চাই এবং আগামী প্রজন্মের জন্য এটা প্রয়োজন। একটা কমিশন গঠন করা হোক। সে সময় রক্ষীবাহিনী ছিল। দায়িত্বপ্রাপ্ত অনেকেই ছিলেন। তাঁদের ভূমিকা...।’ 
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘প্রতিটি ঘর ২০২১ সালের মধ্যে আমরা আলোকিত করেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, কুতুবদিয়ার চরাঞ্চল থেকে শুরু করে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। সোলারে হোক বা গ্রিড কানেকটিভিটি হোক, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। বিদ্যুতের সঙ্গে আরেকটি বড় উদাহরণ দিতে চাই, বাংলাদেশ বিশ্বে বিশেষ করে সোলার হোম সিস্টেমে এখন আমরা চ্যাম্পিয়ন। ৫০-৫২ লাখ ঘরে আমাদের সোলার বাতি কাজ করছে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘সক্ষমতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কীভাবে আমরা বিদ্যুৎকে অ্যাফোর্ডেবল করতে পারি, কীভাবে নিরবচ্ছিন্ন রাখতে পারি, কীভাবে বিদ্যুৎকে আমরা রিলায়েবল রাখতে পারি—এই তিন জিনিস মাথায় রেখে আমরা আবার একটা রিভিউ মাস্টারপ্ল্যান করেছি। যেখানে ধীরে ধীরে বিদ্যুৎ ও জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি।’ 

এরই মধ্যে ৪৬টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরই পাঁচটি গ্যাসফিল্ড বিশেষ করে ভোলায়, শাহাজাদপুর, ইলিশায় নতুনভাবে গ্যাস আবিষ্কৃত হয়েছে। সেখানকার গ্যাস কীভাবে বরিশাল পর্যন্ত নিয়ে পটুয়াখালীসহ যশোরে সংযোগ দেওয়া যায়; যশোরের সঙ্গে কীভাবে রংপুরের গ্যাস পাইপলাইনের সঙ্গে সংযোগ করা যায়, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে শরীয়তপুর, মাদারীপুর অংশে গ্যাস লাইন নিয়ে বরিশালের সঙ্গে সংযোগ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ