হোম > রাজনীতি

সবাইকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা আন্দোলনে রাজপথে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীসহ সমমনা দল ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গায়েবানা জানাজা শেষে তিনি এই আহ্বান জানান। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করে বিএনপি। 

ফখরুল বলেন, ‘আমরা এই আন্দোলনের সঙ্গে জড়িত নই। ছাত্রদের ন্যায়সংগত যৌক্তিক দাবিতে আমাদের সমর্থন আছে, থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বোমা ও লাঠি রেখে অভিযানের নাটক করেছে। শিক্ষার্থীদের এই ন্যায়সংগত আন্দোলন ভিন্ন খাতে নিতে অপচেষ্টা চালানো হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘সরকার চাইলে কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারতেন। কিন্তু তা না করে ছাত্রদের খুন করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রদের ন্যায়সংগত দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। কিন্তু শুধু জেদের বশবর্তী হয়ে শিক্ষার্থীদের ওপর এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে সরকার।’ 

দেশের সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘পাকিস্তান আমলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছিল।’  

তিনি বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদের গেট বন্ধ করে গায়েবানা জানাজায় বাধা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নেতা-কর্মীদের গেট দিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

আজ বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করবে বলেও জানিয়েছেন দলটির মহাসচিব।

এ টি এম মাছুমকে আহ্বায়ক করে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

মুছাব্বির হত্যা দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার নির্মম বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

পতিত ফ্যাসিবাদী শক্তি আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে: মুছাব্বির হত্যা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি: সালাহউদ্দিন আহমদ

আমার মতো আর কারও না হোক—গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: মনির হায়দার

দলীয় ডিসিদের প্রমাণ সংগ্রহ করছি, অপসারণের জন্য তালিকা দেব: তাহের

তারেক রহমান গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু