হোম > রাজনীতি

আওয়ামী লীগেও সংখ্যালঘু নিয়ে সংকীর্ণমনা নেতা আছে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগেও সংখ্যালঘু নিয়ে সংকীর্ণমনা নেতা আছে বলেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আওয়ামী লীগে অনেক দুর্বল দিক আছে। কর্মীদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়। দলের মধ্যেও দ্বন্দ্ব হতে পারে। আর সেই দ্বন্দ্ব হয় আদর্শের। তার মধ্যে অন্যতম হচ্ছে ধর্ম।

আজ মঙ্গলবার ঢাকার একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা ইউএস এইড ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ন্যাশনাল ডায়ালগ অব পার্টি ক্যাপাসিটি বিল্ডিংয়ে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী এ সময় আওয়ামী লীগের বিভিন্ন আঞ্চলিক নেতাদের কথা শোনেন ও তার পরিপ্রেক্ষিতে দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলোর কারণ ও সেগুলো মোকাবিলার কথা তুলে ধরেন।

কৃষিমন্ত্রী বলেন, আপনাদের মনে রাখতে হবে রাজনীতিতে ধর্ম পৃথিবীর অন্যতম বড় বিষয়। অর্থনীতি, সামাজিক, সংস্কৃতি এই বিষয়গুলো থাকলেও ধর্ম অনেক বড় বিষয়। আওয়ামী লীগেও কিছু কর্মী আছে, নেতা আছে যাদের সংখ্যালঘুদের প্রতি সংকীর্ণ মনোভাব আছে। আর সেটাও আওয়ামী লীগকে মোকাবিলা করতে হয়।

মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, অনেকেই বলে মাদ্রাসা শিক্ষা থাকা উচিত না। কিন্তু এটা অনেক বড় বিতর্কের বিষয়। কীভাবে এ দেশে মাদ্রাসা শিক্ষা এল, কেন এল সেগুলো নিয়ে আলাদা আলোচনা হতে পারে। এটা অনেক বড় ইতিহাস। এতে বাংলাদেশের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটাও আলোচনা করা যেতে পারে।

ক্ষমতায় থাকলে স্বার্থ নিয়ে দ্বন্দ্ব হয় উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, ‘এটা বাস্তবতা। সাধারণত গরিব দেশে যেমন আমাদের দেশে অনেক মানুষ গরিব। আমাদের অনেক কর্মী বেকার। তাই তারা সুবিধা আশা করে। রাজনীতি অনেক কঠিন একটা পেশা।’

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ অনেক শক্তিশালী ও সুসংগঠিত দল। আওয়ামী লীগে গণতন্ত্র আছে। তবে বিএনপিতে কোনো গণতন্ত্র নেই। তাদের ভেতরে-বাইরে কোথাও গণতন্ত্র নেই।

এ সময় মন্ত্রী বলেন, তারেক জিয়া লন্ডনে বসে কালকে যদি চিঠি দেয় বা মুখে বলে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব না, তাহলে সেটিই হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব থাকবে না। কিন্তু আওয়ামী লীগে সম্মেলন ছাড়া এটি কখনোই সম্ভব নয়।

এই সময় আঞ্চলিক নেতারা তাঁদের বক্তব্য তুলে ধরেন। তাঁদের বক্তব্যে দলের রাজনৈতিক অনুষ্ঠানগুলো কমিয়ে সামাজিক অনুষ্ঠান বেশি করার কথা উঠে আসে। দলে নারী সদস্য সংখ্যা বাড়ানোর জন্য তাগিদ দেওয়া হয়।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ