হোম > রাজনীতি

ভারতে ইলিশ পাঠালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। সরকার এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল না করলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন দলের সদস্যসচিব ফারুক হাসান। 

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের চাহিদা পূরণ না করেই ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। 

ফারুক হাসান বলেন, ‘যেখানে বাংলাদেশের জনগণ জাতীয় মাছ ইলিশ ছুঁয়ে দেখতে পারে না উচ্চ দামের কারণে, সেখানে ভারতে ইলিশ পাঠানোটা অন্যায়। আজকে বাংলাদেশের গ্রাম-গঞ্জের মানুষ অনেকেই ইলিশ মাছ জীবনে চোখেই দেখেনি, সেখানে এই সরকার কীভাবে ভারতে ইলিশ পাঠায়? আমরা সরকারকে এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলের আহ্বান জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা।’

দলের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে নামে-বেনামে ২৬ লাখ ভারতীয় নাগরিক কাজ করে। এসব নাগরিককে বহিষ্কার না করে উল্টো ভারতে ইলিশ পাঠানো হচ্ছে। সরকারকে এই ভারতপ্রীতি বন্ধ করতে হবে।’

গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে সরাসরি আঘাত। আমরা তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তাঁর এই বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাই।’ 

সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের নেতা ইঞ্জিনিয়ার এস ফাহিম, আরিফ বিল্লাহ, শাহ আজাদ আলী সুমন, আব্দুল্লাহ, ফয়সাল আহমেদ প্রমুখ।

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান