হোম > রাজনীতি

ভারতে ইলিশ পাঠালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। সরকার এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল না করলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন দলের সদস্যসচিব ফারুক হাসান। 

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের চাহিদা পূরণ না করেই ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। 

ফারুক হাসান বলেন, ‘যেখানে বাংলাদেশের জনগণ জাতীয় মাছ ইলিশ ছুঁয়ে দেখতে পারে না উচ্চ দামের কারণে, সেখানে ভারতে ইলিশ পাঠানোটা অন্যায়। আজকে বাংলাদেশের গ্রাম-গঞ্জের মানুষ অনেকেই ইলিশ মাছ জীবনে চোখেই দেখেনি, সেখানে এই সরকার কীভাবে ভারতে ইলিশ পাঠায়? আমরা সরকারকে এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলের আহ্বান জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা।’

দলের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে নামে-বেনামে ২৬ লাখ ভারতীয় নাগরিক কাজ করে। এসব নাগরিককে বহিষ্কার না করে উল্টো ভারতে ইলিশ পাঠানো হচ্ছে। সরকারকে এই ভারতপ্রীতি বন্ধ করতে হবে।’

গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে সরাসরি আঘাত। আমরা তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তাঁর এই বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাই।’ 

সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের নেতা ইঞ্জিনিয়ার এস ফাহিম, আরিফ বিল্লাহ, শাহ আজাদ আলী সুমন, আব্দুল্লাহ, ফয়সাল আহমেদ প্রমুখ।

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ