হোম > রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা আবুল হাসনাত আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য, ঢাকা পৌর করপোরেশনের প্রথম মেয়র আবুল হাসনাত আর নেই। আজ শুক্রবার ভোর ৫টায় লন্ডনে তাঁর নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। 

আবুল হাসনাতের ছেলে রাজীব হাসনাত তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন আবুল হাসনাত। শেষ সময়ে বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তিনি বলেন, আবুল হাসনাত ২০১৯ সালে যুক্তরাজ্যে যান। করোনা সংক্রমণের কারণে আর তিনি দেশে ফিরতে পারেননি। 

আবুল হাসনাতের বাবা হাজী গণি সর্দার আজিমপুর ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। আবুল হাসনাত ১৯৭৮ সালে গঠিত বিএনপির প্রথম কমিটির সদস্য ছিলেন। ঢাকা পৌরসভা ১৯৮৩ সালে পৌর করপোরেশন হলে তাঁকে প্রথম মেয়রের দায়িত্ব দেওয়া হয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর আবদুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি কয়েক মাস গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে এরশাদের মন্ত্রিসভাতেও তিনি কয়েকমাস একই দপ্তরের মন্ত্রী ছিলেন। 

 ১৯৯০ সালে তিনি এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপনির্বাচনে জিতে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এরশাদ সরকারেরও মন্ত্রী হয়েছিলেন। এরশাদের পতনের পর জাতীয় পার্টি ছেড়ে আবার বিএনপিতে ফেরেন তিনি। সে সময় তাঁকে দলের স্থায়ী কমিটির সদস্য করা হয়। 

আবুল হাসনাত স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও এক মেয়ে ফারাহ হাসনাতকে রেখে গেছেন।

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম