হোম > রাজনীতি

নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনের অধীনেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে; সরকার, সামরিক, বেসামরিক প্রশাসন নির্বাচন কমিশনকে সহায়তা করবে। এর বাইরে কোনো ফর্মুলায় গিয়ে কাজ হবে না। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে পদত্যাগের কোনো সুযোগ নেই। এর কোনো ব্যত্যয় হওয়ার সুযোগই নেই। সংবিধানে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। সুতরাং সে অনুযায়ী রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগনো উচিত। এর বাইরে গিয়ে যারা চিন্তা করছে, আন্দোলনের হুমকি দিচ্ছে, তাদের অসৎ উদ্দেশ্য আছে। এই অসৎ উদ্দেশ্যের কাছে সরকার মাথা নত করবে না।

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরে যদি আওয়ামী লীগের হাল না ধরতেন, দেশের হাল না ধরতেন, তবে আজকে দেশের এতটা উন্নতি হতো না। তাঁর কারণেই বাংলাদেশ উন্নয়নীল দেশ থেকে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিকী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনসহ অন্যরা।

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’