হোম > রাজনীতি

নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনের অধীনেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে; সরকার, সামরিক, বেসামরিক প্রশাসন নির্বাচন কমিশনকে সহায়তা করবে। এর বাইরে কোনো ফর্মুলায় গিয়ে কাজ হবে না। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে পদত্যাগের কোনো সুযোগ নেই। এর কোনো ব্যত্যয় হওয়ার সুযোগই নেই। সংবিধানে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। সুতরাং সে অনুযায়ী রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগনো উচিত। এর বাইরে গিয়ে যারা চিন্তা করছে, আন্দোলনের হুমকি দিচ্ছে, তাদের অসৎ উদ্দেশ্য আছে। এই অসৎ উদ্দেশ্যের কাছে সরকার মাথা নত করবে না।

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরে যদি আওয়ামী লীগের হাল না ধরতেন, দেশের হাল না ধরতেন, তবে আজকে দেশের এতটা উন্নতি হতো না। তাঁর কারণেই বাংলাদেশ উন্নয়নীল দেশ থেকে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিকী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনসহ অন্যরা।

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ