হোম > রাজনীতি

সরকার স্যাংশন, ভিসানীতি কেয়ার করে না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক ঢাকা

সরকার কোনো রকম স্যাংশন বা ভিসানীতি কেয়ার করে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। 

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,‘ আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। রুটিন আসা আসবে, যাবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাঁকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতি কেন? তাঁর প্রয়োজনে সে আসছেন। তাঁদের এজেন্ডা আছে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা থাকে। তো সেটা তাঁরা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি না।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসানীতি—এগুলো কেয়ার করি না।’ 

বিএনপি এ বিষয় নিয়ে কী করছে জানতে চাইলে কাদের বলেন, তারা কী করছে-না করছে জানি না। তারা ওপরে ওপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কী করে সেটা তো বলা মুশকিল।

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে, চলছে জানাজার প্রস্তুতি

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

সংসদ ভবন চত্বরে খালেদা জিয়ার কফিন, মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্র

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

মিশে থাকবেন ধানের শীষে

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদা জিয়ার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা