হোম > রাজনীতি

বৈশ্বিক পরিস্থিতিতে নজর আছে, উপকৃতও হতে পারি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি দিন দিন নতুন মোড় নিচ্ছে। সর্বশেষ রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপ বিদ্রোহ ঘোষণা করে। তবে এই বিদ্রোহ জ্বলে ওঠার আগেই নিভে যায়। বাংলাদেশ সরকার যুদ্ধের এসব পরিস্থিতিতে নজর রাখছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ রোববার পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ পরাশক্তির ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমরা বৈশ্বিক পরিস্থিতির দিকে নজর রাখছি। সেখান থেকে উপকৃতও হতে পারি।’ 

চীনা দূতাবাস খালেদা জিয়ার বাসায় উপহারের প্যাকেট পাঠিয়েছে—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমার বাসায়ও বড় প্যাকেট এসেছে। প্রধানমন্ত্রীর বাসায়ও এসেছে। এটা বড় কোনো ইস্যু নয়।’ 

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ম মতোই হবে। নির্বাচনের নিয়ম সংবিধানে সন্নিবেশিত রয়েছে। সে অনুযায়ীই নির্বাচন হবে। 

জাতীয় পার্টি (জাপা) সরকারের অতিরিক্ত বিরোধিতা করছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা (জাপা) নিজেরাই বলে সরকারের দালাল হয়ে গেছি। তারা অপবাদ থেকে নিজেদের রক্ষা করতে চায়। এ জন্য সমালোচনা করেছে।’ 

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে কি না, তা ভেবে দেখা উচিত।’ 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সময় ও ব্যয়সাশ্রয়ী পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগে নবদুয়ার খুলে দিয়েছে। 

সেতুমন্ত্রী আরও বলেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলামসহ সেতু বিভাগ, সেতু কর্তৃপক্ষ ও সেতু নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার