বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার বাইরের চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। অন্য দেশেরও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যুক্তিযুক্ত মনে করি না। খালেদা জিয়ার বিষয়টি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করেনি, করবেও না।’
আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোড সেফটি প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যতটা না উদ্বেগ তৈরি হয়েছে, তাঁকে নিয়ে রাজনীতির চর্চা হয়েছে বেশি বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির উদ্দেশে তিনি বলেন, যখন খালেদা জিয়ার বিচার চলছিল, তখন অহেতুক অনুপস্থিত থেকে বিচারকে বিলম্বিত করা হয়েছে। এমন কোনো আইনি লড়াই করতে পারেনি, আন্দোলন করতে পারেনি, যেটা চাপ সৃষ্টি করতে পারে।
আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে বলে যে অভিযোগ বিএনপি করে থাকে, সেগুলো ‘মিথ্যা’ বলে মন্তব্য করেন কাদের। বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনি কতটা জনপ্রিয় প্রমাণ করতে হলে নির্বাচনে আসতে হবে।
যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সেখানে ৬ জানুয়ারি গণতন্ত্রের নামে কী হলো? ছয়টি প্রাণ গেল। ডোনাল্ড ট্রাম্প এখনো নির্বাচনে পরাজয় মেনে নেননি।
সবাই মুখে যে গণতন্ত্রের কথা বলছে, বাস্তবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ খুঁজে পাওয়া দুষ্কর বলেও জানান কাদের। তিনি বলেন, ‘কিছু না কিছু ত্রুটি আছে। আমাদের গণতন্ত্রও সম্পূর্ণ ত্রুটিমুক্ত বলছি না। ত্রুটিমুক্ত করার চেষ্টা করছি। নির্বাচন কমিশনকে আইন করে স্বাধীন করা হয়েছে।’
জামায়াতে ইসলামীকে নিয়ে এক প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি আছে। বিষয়টি উচ্চ আদালতে আছে। চূড়ান্ত রায় আসেনি। সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। দলটির নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন।’
এ সময় পদ্মা সেতু ও বিশ্বব্যাংক নিয়ে কাদের বলেন, ‘বিশ্বব্যাংক ইচ্ছা করলে পদ্মা সেতুর কাজটি হাতে নিতে পারত। এখানে একটা ভুল-বোঝাবুঝি হয়েছে। একটা ষড়যন্ত্র ছিল। এর সঙ্গে বাঘা বাঘা কিছু ব্যক্তি জড়িত ছিল।’
জাতিসংঘে মানবাধিকার কমিশনের চিঠি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কথা ও প্রেসক্রিপশন অনুযায়ী চলি?’
সড়ক দুর্ঘটনা নিয়ে নিজের অস্বস্তির কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এত উন্নয়নের পরও সড়ক দুর্ঘটনা এড়াতে পারছি না—এটা আজকে প্রশ্ন।’