হোম > রাজনীতি

তিন জোটের রূপরেখা আজও প্রাসঙ্গিক: সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার, গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর, মৌলবাদ ও সামরিক স্বৈরশাসকের ক্ষমতায়নের পথ রুদ্ধ করাসহ নানা প্রতিশ্রুতির ঐতিহাসিক ‘তিন জোটের রূপরেখা’ আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। 

আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ ও টিএসসি সংলগ্ন মিলন চত্বরে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধি ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর এ কথা বলেন তিনি। 

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘তিন জোটের রূপরেখা ও আচরণবিধি আজও প্রাসঙ্গিক। আজ অনেককে রাজনৈতিক ঐক্য, সমঝোতার কথা বলতে শোনা যায়। কিন্তু ৯০ ’র গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট তিন জোটের রূপরেখা ও আচরণবিধি অনুসরণ করেনি। আগে তিন জোটের রূপরেখা ও আচরণবিধি মানুন। তারপর ঐক্য সমঝোতার কথা বলুন।’ 

স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর বিএনপি-আওয়ামী লীগ ক্ষমতাসীন হলেও শহীদ মিলনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ও অবৈধ ক্ষমতা দখলকারীদের বিচার করেনি জানিয়ে তিনি বলেন, ‘বরং ওই পতিত স্বৈরাচার আর তার দোসরদের নিয়ে নীতিহীন রাজনীতি করে এরা নতুন নতুন কায়দায় স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে। এদের ভিত্তিকে পাকাপোক্ত করেছে। স্বৈরাচারের রাজনৈতিক, অর্থনৈতিক ভিত্তি উচ্ছেদ করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডা. ফজলুর রহমান, ডা. শাকিল আক্তার, মানবেন্দ্র দেব, নুরুল ইসলাম গাজীসহ প্রমুখ। 

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল