হোম > রাজনীতি

জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে: শাকিল উজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হয়েছে ২০১৮ সালের কোটা বাতিলের রায়ের পরিপত্র বাতিলের পরিপ্রেক্ষিতে। তাই জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার বিরতিতে দুপুরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে শাকিল উজ্জামান এই মন্তব্য করেন।

শাকিল উজ্জামান বলেন, ‘জুলাই সনদে অবশ্যই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘ ৯ মাসেরও বেশি সময় ধরে অসংখ্য হামলা, মামলা ও নির্যাতনের মধ্য দিয়ে এই আন্দোলন সফল হয়েছিল।’

তিনি বলেন, ‘​এই আন্দোলনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে নির্যাতন করেছিল। একইভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. রাশেদ খাঁনকে ১৫ দিন রিমান্ডে নির্যাতন করা হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরিকুলকে ছাত্রলীগ হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেফিন এখনো চোখে স্প্লিন্টার নিয়ে কষ্টের জীবন কাটাচ্ছেন। আমি নিজেও এই আন্দোলনে ব্যাপক নির্যাতন সহ্য করেছি এবং আমার পরিবারকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। এই রকম অসংখ্য ছাত্র-জনতার নির্যাতন শিকারের মধ্য দিয়েই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন সফলতার মুখ দেখেছিল।’

শাকিল উজ্জামান আরও বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনই জুলাই গণ-অভ্যুত্থানের ভিত্তি স্থাপন করেছে। তাই জুলাই সনদে এই আন্দোলনের ঐতিহাসিক ভূমিকা যথাযথভাবে স্বীকৃতি পাওয়া অত্যন্ত জরুরি।’

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম