হোম > রাজনীতি

রেজা কিবরিয়া ও সাবেক ভিপি নুরের ওপর হামলা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনে যাওয়ার পথে কিছু তরুণের হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা। আজ বুধবার দুপুর ১২টার দিকে সংগঠনের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরসহ দলটির নেতা কর্মীরা ভাসানীর মাজারের দিকে যাওয়ার সময় দরবার হলের কাছে এই হামলার শিকার হন। এতে রেজা কিবরিয়া ও ভিপি নুরসহ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। 

জানা গেছে, দুপুর ১২টার দিকে রেজা কিবরিয়া ও ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ শ্রদ্ধা নিবেদনের জন্য মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর কতিপয় তরুণ পথরোধের চেষ্টা চালায়। ওই বাধা অতিক্রম করে রেজা কিবরিয়া ও ভিপি নুর এগিয়ে যেতে থাকলে তাদের ওপর লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায় তাঁরা। এ সময় লাঠির আঘাত রেজা কিবরিয়ার ওপর পড়েন। তখন আত্মরক্ষার্থে তারা ওই স্থানে অবস্থানরত পুলিশে ভ্যানে উঠে পড়ে। সেখানেও ওই তরুণের হামলা চালান। এই পরিস্থিতিতে পাশে অবস্থানরত পুলিশ এগিয়ে এসে পুলিশ ভ্যানটি রক্ষা করে। ওই সময় রেজা কিবরিয়া ও ভিপি নুর পুলিশ ভ্যানে অবস্থান করায় চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ পুলিশ ভ্যানটি ক্যাম্পাস ত্যাগ করে। কিছুক্ষণ পর পরিবেশ শান্ত হয়। 

এই হামলার জন্য ফেসবুক লাইভে এসে হামলাকারী ছাত্রলীগ নেতা কর্মীদের দায়ী করে তাদের বিচার দাবির করেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। এ বিষয়ে তিনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন এবং মামলা করবেন বলে জানান। 

এদিকে সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান বলেন, মওলানা ভাসানীর মাজারের কাছাকাছি পৌঁছালে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী দলীয় স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। 

শাকিলুজ্জামান অভিযোগ করে বলেন, কয়েক দফায় দেশীয় অস্ত্র ও ইটপাটকেলসহ আমাদের ওপর হামলা চালানো হয়। প্রায় ৪০ মিনিট পর আমাদের নেতাদের পুলিশের গাড়িতে করে বের করে নেওয়ার সময় ফের হামলা চালানো হয়। 

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার