স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া।
যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। লন্ডন ক্লিনিক থেকে পরে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয় তাঁকে।