হোম > রাজনীতি

বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবি জানাল সিপিবি ও বাসদ

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্ধ হয়ে যাওয়া ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ বা ব্যক্তিমালিকানায় না দিয়ে সেগুলো আধুনিকায়ন করে পুনরায় চালুর দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। 

আজ রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাবের সামনে পাটকল ধ্বংসের কালো দিবস উপলক্ষে আয়োজিত পৃথক কর্মসূচিতে দল দুটি এ দাবি জানায়। 

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, পাটকলে উৎপাদন না থাকলেও কর্মকর্তাদের প্রতি মাসে কয়েক কোটি টাকা বেতন দিচ্ছে। অথচ বদলি শ্রমিকসহ সব শ্রমিকের পাওনা এখনো পরিশোধ করা হয়নি। 

প্রিন্স বলেন, বিশ্বে পরিবেশবান্ধব পাটের চাহিদা বেড়ে চলছে, অথচ দেশে এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করে প্লাস্টিকসহ পরিবেশ ধ্বংসকারী শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব হচ্ছে সরকারের দেশবিরোধী, বিশ্বব্যাংক-আইএমএফ ও লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য। 

প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সরকার রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে রাষ্ট্রায়ত্ত পাটকলের কফিনে শেষ পেরেক ঠুকেছে। দেশে ৭ লাখ ৬১ হাজার ৭৮৬ কোটি টাকার বাজেট হলেও পাটকল আধুনিকায়ন করার জন্য মাত্র ১২ শত কোটি টাকা বরাদ্দ করা হয় না। 

ফিরোজ আরও বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে সরকার স্থায়ী-অস্থায়ী প্রায় ৫০ হাজার শ্রমিক পরিবার ও পাটকলের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার মানুষকে পথে বসিয়েছে। পাটচাষিদের দুর্দশায় নিক্ষেপ করেছে। 

এ সময় নেতারা বন্ধ সব পাটকল চালু, সরকারের বেসরকারীকরণ, লুণ্ঠন ও দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার