হোম > রাজনীতি

তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি

আজকের পত্রিকা ডেস্ক­

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এদিন বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে।

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। আমরা ৫ আগস্ট নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখেছি, জুলাই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াই করে আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’

দলের আত্মপ্রকাশের সময় ও স্থানের ঘোষণা দিয়ে সারজিস আরও বলেন, ‘জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে আমরা আত্মপ্রকাশ করতে চাই। কারণ, এই সংসদকে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গার পরিবর্তে স্বৈরাচারের আখড়া বানিয়ে রাখা হয়েছিল।’

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন, একটা নতুন ধারার গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে তরুণেরা কাজ করে যাচ্ছেন। এ দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা নিষ্পেষিত হয়ে আসছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা গড়ে ওঠেনি।

নতুন রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপট প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যান। যেকোনো ঐতিহাসিক ঘটনার পরে জনমানুষের নতুন আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়। বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে দেখতে চায় ছাত্র-জনতা। এ নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। এই দল জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা