হোম > রাজনীতি

ঝগড়া বিবাদের মাধ্যমে দিনটিকে কলঙ্কিত করেছে ছাত্রলীগ: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ঝগড়া বিবাদে জড়িয়ে দিনটিকে কলঙ্কিত করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ মন্তব্য করেন। 

মান্না বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য নিজেদের লোক ঢুকিয়ে এই সরকার নির্বাচন কমিশন গঠনের নাটক শুরু করেছে। কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এ দেশে কোনো নির্বাচন হতে দেব না। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সার্চ কমিটি ও নির্বাচন কমিশনের নামে যে নাটক শুরু করেছে তা সকল রাজনৈতিক দলের অজানা নয়। নির্বাচন কমিশনের নামে এরা নিজেদের লোক ঢোকাচ্ছে, যেন নিজেদের স্বার্থ আদায় করা যায়। ২০১৮ সালের মতো রাতের ভোট কিছুতেই এবার হতে দেব না।’ 

সরকারকে স্বৈরাচার দাবি করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘আমরা একটি ফোর টোয়েন্টি সরকারের অধীনে বসবাস করছি। যারা মানুষের চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলে। এই সরকার বর্তমান পরিস্থিতিকে দুর্বিষহ করে তুলেছে। দেশের দ্রব্যমূল্যের দাম লাগামের বাইরে চলে গেছে। কিছুদিন আগে মানুষ টিসিবির ট্রাকে লাইন দিত আর এখন তারা টিসিবি থেকে পণ্য দ্রব্যের জন্য রীতিমতো দৌড়াচ্ছে। মানুষ এখন কতটা অসহায়। মানুষের জীবনযাত্রার মান ক্রমশই নিচের দিকে যাচ্ছে। আর তারা বলছে দেশের উন্নতি হচ্ছে।’ 

জাতিসংঘের নিষেধাজ্ঞা নিয়ে মান্না বলেন, ‘জাতিসংঘের নিষেধাজ্ঞার পর এ দেশে গুম খুন ও ক্রসফায়ারের মতো হত্যাযজ্ঞ বন্ধ হয়েছে। জাতিসংঘের ১২টি প্রতিষ্ঠান র‍্যাব ও সেনা সদস্যদের শান্তিরক্ষা মিশনে না পাঠানোর জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। এটি একটি গণতান্ত্রিক দেশ হিসেবে অসম্মানজনক।’ 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যর উপদেষ্টা এ এম আকরাম এবং যুগ্ম সম্পাদক জাহিদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ