ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতীয় সংসদের চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনের উপনির্বাচনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন বাচ্চুকে মনোনয়ন দিয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার পর এ মনোনয়নের কথা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা।
দলের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
আফছারুল আমীনের স্ত্রী কামরুন নেছা, ছেলে মো. ফয়সাল আমীন ও ভাই মো. এরশাদুল আমীনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৩ জন নেতা এই উপনির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন।
৩০ জুলাই এই আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।