রাজধানীতে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দলটির নেতা-কর্মীরা।
আজ শুক্রবার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নেতা-কর্মীদের নিয়ে সেখানে অবস্থান নিয়েছেন।
নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে নানক বলেন, আন্দোলন-সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে। এ জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বানও জানান তিনি।
এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর গণমিছিলের সিদ্ধান্তের পর ক্ষমতাসীন দলটির নেতা-কর্মীরা ঘোষণা দিয়েছিলেন, ১০ ডিসেম্বরের মতো আজ শুক্রবারও সতর্ক পাহারায় থাকবেন তাঁরা। এর মধ্যে দুই মহানগর আওয়ামী লীগ ৯টি স্থানে সমাবেশ ও অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।