হোম > রাজনীতি

ছিনতাই হওয়া ফোন বন্ধ থাকায় খোঁজ মিলছে না: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: গাড়ি থেকে ছিনতাইয়ের ২৪ দিনেও জানা যায়নি কোথায় আছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল। এ বিষয়ে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ‘মোবাইলটা পাওয়া যাচ্ছে না কেন, এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা আমাকে জানিয়েছেন যে, মোবাইলটি একবার বন্ধ করার পর আর চার্জ করা হয়নি। এটা এখন একটি মৃত ফোন। মৃত ফোন খুঁজে পাওয়া মুশকিল। যদি এটাকে চার্জ করত, তাহলে শনাক্ত করা সহজ হতো।’

ফোন ছিনতাই হওয়া নিয়ে দুঃখিত বা শঙ্কিত নন বলেও জানান পরিকল্পনামন্ত্রী। সেই সঙ্গে এটাকে একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ‘দেশে ১২ থেকে ১৪ কোটির মতো ফোন আছে। এর মধ্যে প্রতিদিন কিছু ফোন মরবে বা হারিয়ে যাবে, এটা যেকোনো সমাজেই হচ্ছে। আমার দেশি বহু লোক লন্ডনে থাকে তাদের কাছে শুনেছি, লন্ডনেও এমন হয়। তারা বলে যে, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও টান দিয়ে মোবাইল ফোন নিয়ে যায়।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এম এ মান্নান বলেন, ‘আগের তুলনায় এখন পরিস্থিতি অনেক ভালো। আমাদের সময়ের তুলনায় এখন ছেলে-মেয়েরা অনেক নিরাপদে চলাচল করতে পারে। এটা আরও উন্নত করা দরকার। এ জন্য আমরা প্রতিনিয়ত কাজ চালিয়ে যাব।’

উল্লেখ্য, গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি মোড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নেয় এক ছিনতাইকারী। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে তিনি নিজ দপ্তর থেকে বাসার দিকে যাচ্ছিলেন। বিজয় সরণি গিয়ে যানজটে পড়েন। এ সময় আলো-আঁধারি অবস্থা ছিল। তখন গাড়ির জানালা খোলা রেখে ফোনে কথা বলছিলেন তিনি।। হঠাৎ এক ছিনতাইকারী তাঁর মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যায়।

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা