হোম > রাজনীতি

জাতীয় পার্টিকে সংলাপে না ডাকার আহ্বান গণ অধিকার পরিষদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। গণ-অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সংস্কারের জন্য এই সংলাপ চলছে। সংলাপে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। চলমান এই সংলাপে জাতীয় পার্টিকে না ডাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। 

সোমবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের দশ পাইপ এলাকায় মহানগর কমিটি ঘোষণা অনুষ্ঠানে এই বার্তা দেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। 

এদিন মহানগর গণ অধিকার পরিষদের ৪৪ সদস্যের কমিটি ঘোষণা দেন রাশেদ। 

রাশেদ খান জাতীয় পার্টিকে ‘জাতীয় কুলাঙ্গার পার্টি’ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ যে দোষে দোষী, জাতীয় পার্টিও সেই একই দোষ দোষী। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে তাহলে জাতীয় পার্টিও রাজনীতি করতে পারবে না। চৌদ্দ দলে যারা ছিল তারা সবাই আওয়ামী লীগের দোসর। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামে রাজনীতি করতে পারবে না। 

এ সময় রাশেদ খান ২০১৪ সাল থেকে যে ‘ডামি নির্বাচন’ হয়েছে এবং সেগুলোতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। 

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর নামে ইতিমধ্যে মামলা হয়েছে। কিন্তু এই সরকার তাঁদের গ্রেপ্তার করছে না। বরং তাঁদের সংলাপে ডাকছে। মামলা হওয়ার পরও কীভাবে জিএম কাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন আমরা সেটি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই। 

রাশেদ খান বলেন, ‘নতুন বাংলাদেশে আমরা চাই না আওয়ামী লীগ ও তার দোসরেরা নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি সেটা করে তাহলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। দোসরদের রাজনীতিতে পুনর্বাসন করা যাবে না। আমরা চাই না এই পাচারকারী এবং গণহত্যাকারীরা আবার সংসদে পুনর্বাসিত হোক। সুতরাং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে না বলতে হবে। তারুণ্যের শক্তিকে হ্যাঁ বলতে হবে।’ 

অনুষ্ঠানে আরিফ ভূইয়াকে সভাপতি, রুহুল আমিনকে (রাহুল) সাধারণ সম্পাদক ও রাকিব মাহমুদ কালামকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা করা হয়।

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল