হোম > রাজনীতি

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে দলটির ১৫ নেতা কর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। গতকাল রাতে উপপরিদর্শক শামীম হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে পল্টন থানায় এ মামলা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, ‘পল্টনে দায়িত্বরত পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ১৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।’ 

আজ রোববার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণমাধ্যম বিভাগের ডিসি ফারুক হোসেন এ কথা বলেন।

এদিকে গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল, মেস ও বাসা–বাড়িতে অভিযান চালিয়ে ৪৭২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, বিশেষ অভিযানে আটক হওয়া অনেকে পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়। এসব মামলায় রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে হাজির করা হবে।

এভারকেয়ার থেকে গুলশান বাসভবনের পথে তারেক রহমান

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

মঞ্চে আলিশান আসন ছেড়ে প্লাস্টিকের চেয়ারে তারেক রহমান

আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত: তারেক রহমান

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চা সুসংহত করবে: নাহিদ ইসলাম

রাসুল (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের

ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি: তারেক রহমান

বিমানবন্দর থেকে তিন ঘণ্টায় সংবর্ধনা মঞ্চে তারেক রহমান