হোম > রাজনীতি

একুশ ও ১৫ই আগস্ট একই সূূত্রে গাঁথা: বস্ত্র ও পাট মন্ত্রী

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

একুশ ও ১৫ই আগস্ট একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। গতকাল শনিবার দুপুরে মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালানো হয়েছিল। তবে আল্লাহর রহমতে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় তাঁরা প্রাণে বেঁচে যান। পরবর্তীতে ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ শে আগস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাসহ উপস্থিত সকল আওয়ামী লীগ নেতাদের হত্যার প্রচেষ্টা চালানো হয়। 

মন্ত্রী আরও বলেন, ১৫ই আগস্টের মতো ২১শে আগস্টের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। তাই ১৫ ই আগস্ট ও ২১ শে আগস্ট এক সূত্রেই গাঁথা। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

সব পথ মিশেছে পূর্বাচলে

বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঢাকায় ১১টি বিশেষ ট্রেন

আমরা মুক্তির আবহে দাঁড়িয়ে আছি—তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে সালাহউদ্দিন

তারেক রহমানকে নিয়ে সিলেট থেকে ঢাকার পথে বিমানের ফ্লাইট

তারেক রহমানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৪ হাজার সদস্য

তারেক রহমানকে বহনকারী বিমানের সিলেটে অবতরণ

ভোর থেকে তারেক রহমানের গণসংবর্ধনাস্থলের দিকে জনস্রোত, ৩০০ ফুট লোকারণ্য

‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল