হোম > রাজনীতি

ব্যাংককের হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে তাঁকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। 

এর আগে সন্ধ্যায় বাংলাদেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে একমাত্র ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে সঙ্গে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের উদ্দেশে রওনা করেন তিনি। সাদের স্ত্রী মাহিমা এরশাদও তাঁদের সঙ্গে গেছেন। 

রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান এই খবর নিশ্চিত করেছেন। সাদ এরশাদের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ৯টার দিকে ব্যাংককে পৌঁছান রওশন এরশাদ। এরপর তাঁকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফুসফুসের জটিলতা নিয়ে গত ১৪ আগস্ট রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন ৭৮ বছর বয়সী রওশন এরশাদ। শারীরিক অবস্থার উন্নতি-অবনতির মধ্য দিয়ে প্রায় তিন মাস ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুরুতে বেশ কিছুদিন তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয় তাঁকে। গত ২০ অক্টোবর অবস্থার অবনতি হলে আবারও আইসিইউতে নেওয়া হয়। বেশ কিছুদিন আগে থেকেই উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় এত দিন সেটা সম্ভব হয়নি।

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

হাদিকে কারা হত্যা করেছে, জনগণের বুঝতে বাকি নেই: গোলাম পরওয়ার

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে’, হাদির কবর জিয়ারত করে বললেন জামায়াত আমির

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

জুলাইকে দক্ষিণপন্থী ভাবাদর্শ বানাতে উঠেপড়ে লেগেছে নব্য ফ্যাসিবাদী শক্তি: উদীচী

কতিপয় রাজনৈতিক দল পানি ঘোলা করে ফায়দা লোটার চেষ্টা করছে: মির্জা আব্বাস

হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে: সালাহউদ্দিন