পাঁচ মাস দুই দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবশেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। তাঁর সঙ্গে আছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের অসংখ্য নেতা-কর্মী।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিকেল ৫টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে এখন থেকে গুলশানের বাসায় চিকিৎসা নেবেন তিনি।
গত ৯ আগস্ট মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া।