হোম > রাজনীতি

ওবায়দুল কাদের ৩ মাস পর কীভাবে পালালেন, প্রশ্ন শহীদ মুগ্ধর বাবার

আজকের পত্রিকা ডেস্ক­

শহীদ মিনারে ‘মার্চ টু ইউনিটি’ সমাবেশ থেকে জুলাইয়ে হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবি করা হয়। ছবি: আজকের পত্রিকা

জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ইউনিটি’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শেখ হাসিনার ফাঁসির দাবি জানান অভিভাবকেরা। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মুগ্ধর বাবা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩ মাস পর কীভাবে পালালেন?

বক্তারা সমাবেশ থেকে দাবি জানান, সবার আগে গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও ফ্যাসিস্টদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং রাষ্ট্র সংস্কার করতে হবে।

সমাবেশ শুরু হওয়ার আগে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর মঞ্চ থেকে স্লোগান শুরু হয়। বিকেল চারটার দিকে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শহীদ মুগ্ধর বাবা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগস্টের তিন মাস পর কীভাবে পালালেন? এটি বের করার দাবি জানান তিনি। এছাড়াও তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।

শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বলেন, ‘আমার ছেলে শাহরিয়ার নবম শ্রেণির শিক্ষার্থী আন্দোলনের সময় মিরপুর ১০-এ শহীদ হয়েছে। আমাদের কান্না কখনো থামবে না, এই বেদনা শেষ হওয়ার নয়। খুনি হাসিনা ও তাঁর হেলমেট বাহিনী আমাদের ওপর পাখির মতো গুলি চালিয়েছে। আমরা খুনি হাসিনার ফাঁসি চাই।’ একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসার দাবি জানান।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা