হোম > রাজনীতি

হেফাজতের হাল ধরছেন মুহিব্বুল্লাহ বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। আজ বৃহস্পতিবার এই সংবাদ প্রকাশ্যে আসার পরপরই নেতৃত্ব নিয়ে সংগঠন ও সংগঠনের বাইরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। হেফাজতের নেতৃত্বে কে আসছেন? এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সংগঠনের ভেতরে একটি নাম জোরালো ভাবে শোনা যাচ্ছে। 

হেফাজতের প্রধান উপদেষ্টা বাবুনগরীর মামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাম শোনা যাচ্ছে। তিনিই হেফাজতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পেতে যাচ্ছেন, সংগঠনের পক্ষ থেকে এমন আভাসই মিলেছে। 

সংগঠনের শীর্ষ পর্যায়ের এক নেতা আজকের পত্রিকাকে জানান, মুহিব্বুল্লাহ বাবুনগরী ভারপ্রাপ্ত আমিরের পদে বসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সংগঠনের মহাসচিব এমন ইঙ্গিতই দিয়েছেন। এ নিয়ে মহাসচিব সংগঠনের নীতি নির্ধারকদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলছেন এবং তাঁদের মতামত নিচ্ছেন। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান হেফাজতের এই নেতা। 

আজ দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী। ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তিনি। 

 ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফীর মৃত্যুর পরে ওই বছরের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কমিটি নিয়ে বিভক্ত হয়ে পড়ে হেফাজত। চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে চাপে পড়ে হেফাজত। একপর্যায়ে সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বাবুনগরী। গত ৭ জুন বাবুনগরীর নেতৃত্বে ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে হেফাজত। এই কমিটির প্রধান উপদেষ্টা করা হয় মুহিব্বুল্লাহ বাবুনগরীকে। 

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমীর মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হন নূরুল ইসলাম জিহাদি।

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি