অসম্মানজনক পরিস্থিতি এড়াতে দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বেগম জিয়াকে মুক্তি দিন, তারেক রহমানকে দেশে আসতে দিন। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনে সহযোগিতা করুন। পার্লামেন্ট ভেঙে দিন। আর তা যদি না করেন, তাহলে যে পরিস্থিতির মুখোমুখি হবেন, সম্মান নিয়ে বিদায় নিতে পারবেন না। এটা যদি আপনার মাথায় না আসে তাহলে অসম্মানজনক পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে।’
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই মানববন্ধনের আয়োজন করে।
দুদু বলেন, বাংলাদেশে ভয়ংকর ও ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন দিতে পারলেই এই সংকট কেটে যাবে।
সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এই দেশবাসী কখনো স্বৈরশাসক, কর্তৃত্ববাদী শাসকের কাছে মাথা নত করে না। পাকিস্তান আমলেও করেনি। বাংলাদেশ আমলেও করেনি। ভবিষ্যতেও করবে না।