হোম > রাজনীতি

৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি: সিলেটে শমশের মুবিন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি। সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন বলে জানান দলটির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী। 

আজ রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলে তিনি। এর আগে বিকেলে তিনি গোলাপগঞ্জের ভাদেশ্বর দক্ষিণভাগে নিজ বাসভবনে বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। 

মতবিনিময় সভার পর শমশের মুবিন আজকের পত্রিকাকে বলেন, ‘তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সেটা নিয়ে ঢাকায় আলাপ-আলোচনা চলছে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ারও প্রত্যাশা রয়েছে। সেভাবে আমরা এগোচ্ছি। বর্তমানে আমার নির্বাচনী এলাকায় (সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আছি। নির্বাচনে অংশগ্রহণ করলে অবশ্যই আনুষ্ঠানিক প্রচারণা সিলেটের হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) মাজার জিয়ারতের মাধ্যমে আমরা শুরু করব।’ 

মতবিনিময়কালে বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘আমার রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। সব সময় আমি তৃণমূলের মানুষকে ভালোবাসি। তাদের সুখে-দুঃখের সারথি হয়ে পাশে থাকব।’ 

এর আগে শমশের মুবিন চৌধুরী উপজেলার ভাদেশ্বর মোকামবাজারে শাহ পুতলা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এরপর মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে শাহ পুতলা জামে মসজিদের উন্নয়নে নিজেকে নিয়োজিত করব।’ 

এরপর শাহ পুতলা (র.) মাজার জিয়ারত করেন শমশের মুবিন। নিজ বাসভবনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী মানিক মিয়া, তৃণমূল বিএনপির সিলেট জেলার আহ্বায়ক এম এ হান্নান, গোলাপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ছানা মিয়াসহ দলের কর্মী-সমর্থকেরা।

শুক্রবার বাবার কবর জিয়ারত করে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ৯ জানুয়ারি

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম

গুলশানের বাসভবনে পৌঁছেছেন তারেক রহমান

সবাইকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

এভারকেয়ার থেকে গুলশান বাসভবনের পথে তারেক রহমান

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির