হোম > রাজনীতি

আমরা নির্বাচন করি ৫ বছর পর আর শেখ হাসিনা করেন প্রতিদিন: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমরা নির্বাচন করি পাঁচ বছর পর এক মাস, আর শেখ হাসিনা করেন পাঁচ বছরে প্রতিদিন—এমনটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানদের নিয়ে ‘বিশেষ বর্ধিত সভা’র আয়োজন করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘পাঁচ বছর পর নির্বাচন, তিনি (শেখ হাসিনা) হয়তো বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখনই হয়তো একটা-দুইটা নাম লিখে রেখেছেন। যখন জাতীয় নির্বাচন হচ্ছে অথবা সংরক্ষিত নির্বাচন হচ্ছে, তখনই ওই ডায়েরি থেকে নাম এনে প্রার্থিতা ঠিক করে নেন। এই হচ্ছেন শেখ হাসিনা।’ 

বাংলাদেশের রূপান্তরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি পনেরো বছর আগের বাংলাদেশ ও পরের বাংলাদেশ, বদলে যাওয়ার যে বাংলাদেশ, বাংলাদেশের যে ছবি, বদলে যাওয়া বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা। আমাদের এই জনপদে মহান সৃষ্টিকর্তা দুজন মানুষকে সৃষ্টি করেছেন—একজন আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং স্বাধীনতা দিয়ে তিনি যে লিগেসি, যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি নেই কিন্তু তিনি সব সময়ের জন্য রয়ে গেছেন। আরেকজন মুক্তির জন্য, তিনি হলেন শেখ হাসিনা। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা হচ্ছেন আমাদের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার। তিনি আমাদের প্রগতির রাস্তা দেখিয়েছেন। বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তাঁর মতো জনপ্রিয় নেতা আর একজনও সৃষ্টি হয়নি, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা