হোম > রাজনীতি

জাসদের মনোনয়ন ফরম কিনলেন ২১৩ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার প্রথম দিনে দলের সভাপতি হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২) ও সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ (ফেনী-১) ২১৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। 

শনিবার বিকেলে দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক। 

বলা হয়, কার্যকরী সভাপতি রবিউল আলম যশোর-৩ আসন, মোশারেফ হোসেন লক্ষ্মীপুর-৪, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪, নুরুল আকতার চট্টগ্রাম-৩, রোকনুজ্জামান রোকন কুষ্টিয়া-৪, নইমুল আহসান জুয়েল নোয়াখালী-২, মোহাম্মদ মোহসীন বরিশাল-৬সহ ২১৩ জন প্রার্থী নির্ধারিত ফি ৫ হাজার টাকা প্রদান করে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধনকালে হাসানুল হক ইনু বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টির অপরাজনীতির পথ রুদ্ধ হয়ে গেছে। সংবিধান সমুন্নত হয়েছে। 

ইনু সন্ত্রাসবাদী রাজনীতির ভুল পথ পরিহার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি ও তার সঙ্গীদের প্রতি আহ্বান জানান। ইতিমধ্যে জাসদ ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা