হোম > রাজনীতি

জাসদের মনোনয়ন ফরম কিনলেন ২১৩ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার প্রথম দিনে দলের সভাপতি হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২) ও সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ (ফেনী-১) ২১৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। 

শনিবার বিকেলে দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক। 

বলা হয়, কার্যকরী সভাপতি রবিউল আলম যশোর-৩ আসন, মোশারেফ হোসেন লক্ষ্মীপুর-৪, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪, নুরুল আকতার চট্টগ্রাম-৩, রোকনুজ্জামান রোকন কুষ্টিয়া-৪, নইমুল আহসান জুয়েল নোয়াখালী-২, মোহাম্মদ মোহসীন বরিশাল-৬সহ ২১৩ জন প্রার্থী নির্ধারিত ফি ৫ হাজার টাকা প্রদান করে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধনকালে হাসানুল হক ইনু বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টির অপরাজনীতির পথ রুদ্ধ হয়ে গেছে। সংবিধান সমুন্নত হয়েছে। 

ইনু সন্ত্রাসবাদী রাজনীতির ভুল পথ পরিহার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি ও তার সঙ্গীদের প্রতি আহ্বান জানান। ইতিমধ্যে জাসদ ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু