হোম > রাজনীতি

প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা, ভিসা নীতির পরোয়া করেন না: কাদের

গোপালগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সব ষড়যন্ত্র মোকাবিলা করে লক্ষ্য পূরণে কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার। আমাদের প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা বা ভিসা নীতির পরোয়া করেন না।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ শনিবার দুপুরে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

তিনি বলেন, ‘আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। নির্বাচনের ইশতেহার বাস্তবায়নেও অনেক প্রতিবন্ধকতা আসতে পারে। বাধাবিঘ্ন আসতে পারে। কারণ, তারা (বিএনপি) পিছু হটেনি। তারা (বিএনপি) আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এ সরকার যাতে থাকতে না পারে, এ জন্য তারা (বিএনপি) বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে, আর কবে কম্বোডিয়ার মতো একটা নিষেধাজ্ঞা এখানে আসে। আমাদের প্রধানমন্ত্রী, তিনি কোনো নিষেধাজ্ঞা, কোনো ভিসা নীতির পরোয়া করেন না।’ 

বিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি চলবে, তবে আমরা বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই। তবে রাজনীতিতে যদি কেউ সন্ত্রাস, সংঘাত, সহিংসতা উপাদান যুক্ত করে, তবে রাজনৈতিকভাবে মোকাবিলা করে লাভ নাই। তারা গর্জন করবে বন্দুক নিয়ে, আর আমরা জুঁই ফুলের গান গাইব—এটা তো হবে না।’

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু