হোম > রাজনীতি

প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা, ভিসা নীতির পরোয়া করেন না: কাদের

গোপালগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সব ষড়যন্ত্র মোকাবিলা করে লক্ষ্য পূরণে কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার। আমাদের প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা বা ভিসা নীতির পরোয়া করেন না।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ শনিবার দুপুরে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

তিনি বলেন, ‘আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। নির্বাচনের ইশতেহার বাস্তবায়নেও অনেক প্রতিবন্ধকতা আসতে পারে। বাধাবিঘ্ন আসতে পারে। কারণ, তারা (বিএনপি) পিছু হটেনি। তারা (বিএনপি) আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এ সরকার যাতে থাকতে না পারে, এ জন্য তারা (বিএনপি) বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে, আর কবে কম্বোডিয়ার মতো একটা নিষেধাজ্ঞা এখানে আসে। আমাদের প্রধানমন্ত্রী, তিনি কোনো নিষেধাজ্ঞা, কোনো ভিসা নীতির পরোয়া করেন না।’ 

বিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি চলবে, তবে আমরা বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই। তবে রাজনীতিতে যদি কেউ সন্ত্রাস, সংঘাত, সহিংসতা উপাদান যুক্ত করে, তবে রাজনৈতিকভাবে মোকাবিলা করে লাভ নাই। তারা গর্জন করবে বন্দুক নিয়ে, আর আমরা জুঁই ফুলের গান গাইব—এটা তো হবে না।’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এবার এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের পদত্যাগ

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান