হোম > রাজনীতি

জামায়াতের জন্মদাতা জিয়াউর রহমান—সেই বিএনপি নেতার আরেক বিস্ফোরক মন্তব্য

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জামায়াতে ইসলামীর ‘জন্মদাতা’ আখ্যা দিয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির আহ্বায়ক কামরুল হুদা। তাঁর এই বিস্ফোরক মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

গতকাল শনিবার সন্ধ্যায় চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চবিদ্যালয় মাঠে মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় কামরুল হুদা ওই মন্তব্য করেন। রাতেই তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত’ বলে এর আগে মন্তব্য করে ঝড় তোলেন কামরুল হুদা।

সম্মেলনে কামরুল হুদা বলেন, ‘বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতের জন্মদাতা বা পিতা। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, সেই জন্মদাতার সাথে তারা বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে পদদলিত করেছে জায়ামাতে ইসলামীর সহযোগী সংগঠনের ছেলেরা।’

তিনি আরও বলেন, ‘তারা (জামায়াত) আমার নেতা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে। দেশমাতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে। এদেরকে আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে। এদের থেকে সাবধান হবেন।’

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কামরুল হুদা বলেছিলেন, ‘জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত।’ তাঁর ওই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত, আমি বিশ্বাস করি। কারণ, উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।’

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে একান্তে অশ্রুসজল তারেক রহমান

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা