হোম > রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে যা বললেন আমীর খসরু

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে কিছু প্রক্রিয়া চলমান রয়েছে। এসব প্রক্রিয়া শেষ হলেই তিনি দেশ ছাড়বেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন তিনি। খালেদা জিয়ার বিদেশে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) তো বিদেশ যাচ্ছেন। কিন্তু আরও কিছু কাজ বাকি রয়ে গেছে। যাওয়ার জন্য কিছু প্রক্রিয়া থাকে, সেই কাজগুলো চলছে। সেই কাজ সম্পন্ন হলেই উনি যাবেন।’

খালেদা জিয়াকে ঠিক কবে নাগাদ দেশের বাইরে নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো বলা যাচ্ছে না। যদি দুই-তিন দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হয়, তবে দুই তিন দিনের মধ্যে যাবেন। এক সপ্তাহ পরে প্রক্রিয়া শেষ হলে এক সপ্তাহ পরে যাবেন। আমরা আশা করছি খুব বেশি সময় লাগবে না।’

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদ‌রোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

দলীয় সূত্র বলছে, লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুল্যান্সে খালেদা জিয়াকে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে নেয়া হবে। সেখান থেকে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি যেতে পারেন।

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা: জামায়াত আমির

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি