স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মাত্র চার ঘণ্টার ব্যবধানে একই হাসপাতালে ভর্তি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বেলা আড়াইটায় তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামের বরাত দিয়ে দিদার জানান, কারামুক্ত হওয়ার পর মির্জা আব্বাসের অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যায়; পাশাপাশি মূত্রজনিত জটিলতা দেখা দেয়। এই অবস্থায় তাঁকে আজ হাসপাতালে ভর্তি করা হয়।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে মির্জা আব্বাস চিকিৎসাধীন বলেও জানান দিদার।