হোম > রাজনীতি

খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো ছাড়া আইনি কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে। বিএনপির পক্ষ থেকে স্থায়ী মেয়াদের কথা বলা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই আবেদনে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানো ছাড়া আইনি কোনো সুযোগ নেই। স্থায়ী মুক্তির জন্য খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে।

রোববার (১২ সেপ্টেম্বর) আইন কমিশনের রজতজয়ন্তী উদযাপন ও আইন দর্পণ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আরও বলেন, ‘গত দুবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস করে বৃদ্ধি করতে আইন মন্ত্রণালয় থেকে মতামত দেওয়া হয়েছিল। এবারও আরও ছয় মাস মেয়াদ বৃদ্ধি করার জন্য আমরা মতামত পাঠিয়ে দিয়েছি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা বিভাগের সচিব দেশের বাইরে থাকায় সেটি এখনো কার্যকর হয়নি। তারা দেশে আসার পরে কার্যকর হবে।’

এ বিষয়ে আনিসুল হক আরও বলেন, ‘গত সপ্তাহে আমাদের কাছে আবেদন এসেছিল, সেটির মতামত দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি। তবে যতক্ষণ পর্যন্ত সেটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদিত না হয়, ততক্ষণ পর্যন্ত হবে না। আমার জানামতে সেটা এখনো প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়নি। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা বিভাগের সচিব দুজনেই দেশের বাইরে আছেন।’ 

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির