হোম > রাজনীতি

খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো ছাড়া আইনি কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে। বিএনপির পক্ষ থেকে স্থায়ী মেয়াদের কথা বলা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই আবেদনে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানো ছাড়া আইনি কোনো সুযোগ নেই। স্থায়ী মুক্তির জন্য খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে।

রোববার (১২ সেপ্টেম্বর) আইন কমিশনের রজতজয়ন্তী উদযাপন ও আইন দর্পণ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আরও বলেন, ‘গত দুবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস করে বৃদ্ধি করতে আইন মন্ত্রণালয় থেকে মতামত দেওয়া হয়েছিল। এবারও আরও ছয় মাস মেয়াদ বৃদ্ধি করার জন্য আমরা মতামত পাঠিয়ে দিয়েছি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা বিভাগের সচিব দেশের বাইরে থাকায় সেটি এখনো কার্যকর হয়নি। তারা দেশে আসার পরে কার্যকর হবে।’

এ বিষয়ে আনিসুল হক আরও বলেন, ‘গত সপ্তাহে আমাদের কাছে আবেদন এসেছিল, সেটির মতামত দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি। তবে যতক্ষণ পর্যন্ত সেটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদিত না হয়, ততক্ষণ পর্যন্ত হবে না। আমার জানামতে সেটা এখনো প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়নি। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা বিভাগের সচিব দুজনেই দেশের বাইরে আছেন।’ 

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা: জামায়াত আমির

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি