হোম > রাজনীতি

বাণিজ্যমন্ত্রীর অপসারণ দাবি সিপিবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি ও ব্যবসায়ীদের তেল নিয়ে কারসাজির প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ প্রতিবাদ সমাবেশে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অপসারণের দাবি জানিয়েছে সিপিবি। আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টন মোড়ে সমাবেশের পর সিপিবির নেতা-কর্মীরা মিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে গুলিস্তানে নূর হোসেন চত্বরে পুলিশ তা আটকে দেয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ অন্যান্যরা।

সিপিবির সভাপতি মো. শাহ আলম বলেন, এই সরকার জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকার দুর্নীতিবাজ আমলা, লুটেরা রাজনীতিবিদ, সামাজিক দস্যু, সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে। এই সরকারের পক্ষে জনগণের অধিকার সংরক্ষণ সম্ভব নয়। 

শাহ আলম বলেন, দেশে ৫ ভাগ ও ৯৫ ভাগের রাজনীতি-অর্থনীতি বিদ্যমান। ৫ ভাগের রাজনীতি-অর্থনীতি ৯৫ ভাগকে শোষণ করছে। এই রাজনীতি উল্টে দিতে হবে। পুলিশি ব্যারিকেডে ৯৫ ভাগের জনরোষ থেকে রক্ষা পাওয়া যাবে না। 

সিপিবির সভাপতি গণবণ্টন, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও সরকারি উদ্যোগে বাজার ব্যবস্থা গড়ে তোলা ও সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান। 

বিক্ষোভ সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি দক্ষ ও দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় উদ্যোগে তেলসহ নিত্যপণ্যের আমদানি ও মজুত গড়ে তোলা, টিসিবির গাড়ি-সংখ্যা বাড়ানো, অন্তত তিন কোটি পরিবারকে তেলসহ নিত্যপণ্য ওয়ার্ডে ওয়ার্ডে সরবরাহের দাবি জানান। 

প্রিন্স বলেন, টিসিবির বিক্রীত বোতলের তেল ১১০ টাকা হলে খোলা তেল ৯০ টাকা লিটারে বিক্রি করতে হবে। 

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ব্যর্থ বাণিজ্যমন্ত্রীকে এখনো অপসারণ না করে ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার প্রমাণ করেছে, তারা সিন্ডিকেট ও মজুতদারদের সরকার। এরাই এদের লুটপাটের সুযোগ করে দিচ্ছে। তিনি তেলের দাম কমানো ও সারা দেশে রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানান। 

সমাবেশে নেতারা বলেন, এ দেশে অভ্যুত্থান অনেকবার হয়েছে। জনগণ যে কোনো সময় এই অভ্যুত্থান ঘটাবে। 

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ